মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন চার নভোচারি

শনিবার, নভেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
mohakash 1

চলমান ডেস্ক: একটানা মহাকাশে ছয় মাসের বেশী সময় অবস্থানের পর সোমবার (৮ নভেম্বর) ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন চার নভোচারি। নাসা এ ঘোষণা দিয়েছে।

ক্রু-২ মিশনের চার সদস্যের মধ্যে একজন ফরাসি ও একজন জাপানি রয়েছেন। তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন। আবহাওয়া অনুকূলে না থাকায় এ মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়।

নাসা শুক্রবার (৫ নভেম্বর) দিনের শেষ দিকে এক বিবৃতিতে বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম (ইএসটি) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছে না।’

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েট এর আগে শুক্রবার (৮ নভেম্বর) মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরব না ও এটি সত্যিই জাদুকরী জায়গা।’

নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান রোববার (৭ নভেম্বর) গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে। মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘন্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন