মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

শুক্রবার, নভেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র 1

চলমান ডেস্ক: ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিকে সহায়তা করতে মার্কিন পররাষ্ট্র বিভাগ রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ৬৫ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি বৃহস্পতিবার (৪ নভেম্বর) অনুমোদন দিয়েছে। খবর এএফপির।

ওই বিভাগ জানায়, এমন অনুমোদনের ফলে সৌদি আরব অত্যাধুনিক এআইএম-১২০সি ধাচের সর্বোচ্চ ২৮০টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ সংক্রান্ত সরঞ্জামাদি কেনার সুযোগ পাবে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানান, সৌদি আরব ইতিমধ্যে মনুষ্যবিহীন বিমান হামলা ঠেকাতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম। আর এ ধরনের মনুষ্যবিহীন বিমান হামলা দেশের অভ্যন্তরে সৌদি আরব ও মার্কিন বাহিনী উভয়ের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রধানত: ইয়েমেন থেকে এ ধরনের হামলা চালানো হয়ে থাকে।

ওই মুখপাত্র বলেন, ‘আমরা বিগত বছরে সৌদি আরবের বিরুদ্ধে আন্ত:সীমান্ত হামলা বেড়ে যেতে দেখেছি।’

সৌদি আরব ইয়েমেনে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ‘ইরানীরা ইয়েমেনের নাগরিকদের বিভিন্ন ধরনের ড্রোন ও এ সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করছে।’

মার্কিন পররাষ্ট্র বিভাগের ওই মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘স্থলভাগের কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন