নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের স্টেটেন দ্বীপে একটি ভবনে রাফায়েল রামোস (৩৬) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ইমানুয়েল দিয়াজের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৫ ডিসেম্বর) নিউ ডর্পের ক্লোভ রোডের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই ব্যক্তির সাথে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। আর এর জের ধরে রাফায়েল রামোস ওই নারীর বাসায় এলে ইমানুয়েল দিয়াজ ছুরি দিয়ে আঘাত করে। পরে দুজনের মধ্যে দফায় দফায় দস্তাদস্তি হলে দিয়াজ রাফায়েলকে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত ইমানুয়েল দিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এখন হত্যা ও শ্বাসরোধসহ একাধিক অভিযোগ রয়েছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন