সিএন প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান সরকার বন্ধ (গভর্নমেন্ট শাটডাউন) পরিস্থিতির কারণে নভেম্বর মাসে স্ন্যাপ সুবিধাভোগীরা তাদের খাদ্য সহায়তা পাননি। ইউএসডিএ’র তথ্য অনুযায়ী, এ কর্মসূচির ওপর নির্ভরশীল প্রায় ৪ কোটি ২০ লাখ আমেরিকান বা দেশের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ বর্তমানে তীব্র খাদ্য অনিশ্চয়তায় পড়েছেন।
কলোরাডোর এরিন ম্যাকলাফলিন নামে এক মা জানান, ২০০১ সাল থেকে তিনি এই সুবিধার ওপর নির্ভর করে পরিবারের খাদ্য চাহিদা মেটাচ্ছেন। কিন্তু নভেম্বরে সহায়তা বন্ধ হওয়ায় তিনি তিন সন্তান ও অসুস্থ স্বামীকে খাওয়ানো নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি বলেন, “আমি আমার সন্তানদের না খাইয়ে রাখতে পারব না—প্রয়োজনে নিজে না খেয়ে থাকব।”
এ ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে। ২৩টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মার্কিন কৃষি দপ্তর ও সেক্রেটারি ব্রুক রোলিন্সের বিরুদ্ধে মামলা করেছেন, কারণ তারা সরকারের শাটডাউনের সময় খাদ্য সহায়তা বন্ধ রেখেছে। আদালত রায় দিয়েছে যে সরকার আকস্মিক ব্যয় তহবিল ব্যবহার করে সুবিধা অব্যাহত রাখতে বাধ্য।
তবে নভেম্বর মাসে কবে নাগাদ সুবিধা পুনরায় চালু হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা এখনো আসেনি, ফলে কোটি মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন