সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

স্বপ্ন ভেঙে ঘরে ফেরা— লিবিয়া থেকে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: লিবিয়ার ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ৩০৯ জন অনিয়মিত বাংলাদেশি। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়তা দেয়। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের অনুরোধ জানানো হয়েছে— নিজেদের এই কঠিন অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে, যাতে ভবিষ্যতে কেউ অবৈধভাবে বিদেশযাত্রার ঝুঁকি না নেয়।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে তাৎক্ষণিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন