শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

স্বাধীনতা দিবসে ইফতার বিতরণ করলো ‘শিকড়’

বুধবার, মার্চ ২৭, ২০২৪

প্রিন্ট করুন

বিকেল গড়িয়ে সূর্য ধীরে ধীরে পূশ্চিম আকাশে হেলে পড়ছে। সারাদিন রোজা রেখে ক্লান্ত দেহে বাড়ি ফেরার তাড়া সকলের। তবে এই শহরে কিছু মানুষ আছেন যাদের নেই কোন তাড়া, নেই কোন গন্তব্য! স্বাধীনতা দিবসে গন্তব্যহীন, ছিন্নমূল এসব মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘শিকড়’। মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর জিইসি মোড়ে এসব ইফতার বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি সাদেক এহতেশাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরীর এ সময় উপস্থিত ছিলেন—বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মো. একরাম উল্লাহ চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জাফর আল তানিয়ার, যুবলীগ নেতা মোহাম্মদ আসাদুল হক আসাদ, ব্যবসায়ী জাহিদুল আলম, শিবলী মাহমুদসহ প্রমুখ।

সংগঠনটির সভাপতি সাদেক এহতেশাম চৌধুরী বলেন, মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় আমরা অসহায় এবং ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছি। পবিত্র রমজান সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের প্রধান কাজগুলোর একটি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন