রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন নাগরিকত্ব পাবে ছয় হাজার ৬০০ জন

সোমবার, জুলাই ৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৪৬ তম স্বাধীনতা দিবস উৎসব উপলক্ষ্যে ১-৮ জুলাই সময়ের মধ্যে ছয় হাজার ৬০০ জনকে মার্কিন নাগরিকত্ব দেয়া হবে।

প্রাপ্ত তথ্য মতে, ২০২১ সালে আট লাখ ৫৫ হাজার জনের নাগরিকত্ব ঘোষণা করা হয়। এর আগে ২০২০ সালের অর্থ বছরে পর্যন্ত ছয় লাখ ৬১ হাজার ৫০০ জনকে নাগরিকত্ব দেয়া হয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সূত্র অনুসারে, ২০২২ অর্থ বছরে যোগ হওয়া এক লাখ ৯৭ হাজার বা ৩৪ শতাংশ ম্যাক্সিকো, ইন্ডিয়া, ফিলিপাইন, কিউবা ও ডমিনিকান রিপাবলিকান- এ পাঁচ দেশের বাসিন্দা।

ইউএসসিআইএস ডিরেক্টর ইউআর জাড্ডু জানান, অভিবাসীদের নিজেদের করে নেয়া আমেরিকার আসল ঐতিহ্য।

তিনি বলেন, ‘আমেরিকাকে নাগরিকত্বের জন্য বেছে নেয়ার মত গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন