শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে স্বাস্থ্য ব্যবস্থা বিধ্বস্ত

সোমবার, জুলাই ১২, ২০২১

প্রিন্ট করুন
1 3
1 3

চট্টগ্রাম: সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে স্বাস্থ্য ব্যবস্থা বিধ্বস্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘অপরিকল্পিত বিধি-নিষেধের কারণে সব খোলা, আবার সব বন্ধ। এভাবে বিধি-নিষেধ হয় না। বিধি-নিষেধ সফল করতে হলে সারা দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে কার্যকারী রোড ম্যাপ তৈরি করতে হবে। করোনা রোগীর আক্রান্তের হার বিবেচনায় দ্রুত এলাকাভিত্তিক রেড, ইয়েলো এবং গ্রীন জোনে ভাগ করে স্ব স্ব এলাকাভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

শাহাদাত হোসেন শনিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এবং ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় হটলাইন ও চিকিৎসা সেবা এবং জরুরি অক্সিজেন, ওষুধ সরবরাহ সেবা উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘করোনা মহামারীর এ মহাসংকট মোকাবিলার জন্য আমাদের দলের পক্ষ থেকে যে পাঁচটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। আমাদের সবাইকে দলের ঊর্ধ্বে উঠে এসে করোনার এ মহামারীর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দরিদ্র, হতদরিদ্র, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ঘর থেকে বের হলেই মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

শাহাদাত হোসেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আজকে দেশের বড় বড় সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার এবং হাই ফ্লু অক্সিজেন না থাকার কারণে করোনা রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ সেবা চালু করেছি। আমাদের এ হটলাইন সেবার মাধ্যমে নগরবাসী জরুরী চিকিৎসা সেবা পাবে এবং জরুরি অক্সিজেন সিলিন্ডার ঘরে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দলীয় কার্যালয়ে জরুরি চিকিৎসা সেবা দেয়া হবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘করোনা কাল শুরু হওয়ার প্রথম থেকেই আমরা এ কার্যক্রম শুরু করেছিলাম। এবারো করোনার মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের দুর্যোগ মুহূর্তে বিএনপি জনগনের পাশে ছিল। এখনো আছে, আগামীতেও যে কোন দুর্যোগে জনগণের সাথে থাকবে।’  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার তমিজউদ্দিন আহমেদ মানিক, নগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, কোতয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এসএম সারোয়ার আলম, ডাক্তার মো. মিনহাজ উল আলম, ডাক্তার মো. মেহেদী হাসান ইমন, বিএনপি নেতা আনিসুল হক, আসাদুর রহমান টিপু, আলাউদ্দিন আলো, আমিনুল ইসলাম মামুন প্রমুখ।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন