শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌকীর আহমেদ!

শুক্রবার, মার্চ ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমার মুক্তি বিষয়ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন চলচ্চিত্রটির নির্মাতা এক সময়কার জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

নিউইয়র্কে চলচ্চিত্রটির মুক্তির বিষয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) জ্যমাইকার হিলসাইডের এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’ সিনেমার বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ করে তার দম বন্ধের অবস্থা সৃষ্টি হয়। তিনি বমিও করেন। পরে আবার চেয়ারে ফিরে আসেন। তবে এর কিচ্ছুক্ষণ পর আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্ত্রী বিপাসা হায়াতসহ চলচ্চিত্র অঙ্গনের তারকারা। বিপাসা হয়াত বলেন, শীত শেষ হয়ে গিয়েছে তবে এখানে হিটার চালু ছিলো। তিনি (তৌকীর) অনেকক্ষণ ধরে বলছিলেন গরম লাগছে। সে কারণে এমনটা ঘটতে পারে। 

জানা গেছে, জ্যমাইকার মাল্টিপ্লেক্স সিনেমা হলে স্ফুলিঙ্গের প্রদর্শনী চলবে সপ্তাহব্যপী। যা শুক্রবার ১৮ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ২৪ মার্চ। এছাড়া শহরের অন্যান্য হলে ২৬ ও ২৭ মার্চ সিনেমাটি প্রদর্শন করা হবে। 
‘স্ফুলিঙ্গ’ সিনেমার বিষয়ে জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘আমি সাধারণত কখনো বলি না সিনেমা দেখতে হলে আসুন। কারণ সিনেমা ভালো হলে আগে পরে দর্শক দেখবেই। এই সিনেমার বেলায় বলব হলে এসে দেখতে আপনাদের খারাপ লাগবে না নিশ্চিত।’ 

‘স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনে শেষ হয় পুরো শুটিং। ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন