সিএন প্রতিবেদন: হবিগঞ্জে সিনিয়র সাংবাদিক কিবরিয়া চৌধুরীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মোটরবাইকে করে গ্রামের বাড়ি যাওয়ার সময় নবীগঞ্জ-শেরপুর সড়কে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক কিবরিয়া চৌধুরী দৈনিক আজকের দর্পন, দৈনিক জাগ্রত সিলেট ও আমাদের সময় ডটকমের জেলা প্রতিনিধি। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাংবাদিক কিবরিয়া চৌধুরী হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসেন। সন্ধা সাড়ে পাঁচটায় শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফেরার পথে নবীগঞ্জ-শেরপুর রোডে সিএনজি স্টেশনে পৌঁছা মাত্র একদল দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল গতিরোধ করে হামলা করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
সাংবাদিক কিবরিয়া চৌধুরী জানান, হামলাকারীরা তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, সাংবাদিক কিবরিয়া চৌধুরীর ওপর হামলার খবর পেয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন