সিএন প্রতিবেদন: পবিত্র হজের সময় জেদ্দা এবং মক্কায় হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে সৌদি আরব। পরিকল্পনাটিকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।
সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আব্দুল্লাহ আল শাহরানি বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্যান্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইভিটিওএল এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।
এ ধরনের এয়ার ট্যাক্সি চালানোর অনুমতি পাওয়ার জন্য দেশের আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সৌদি এয়ারলাইনস কাজ করছে বলে জানান আল শাহরানি। চলতি মৌসুমে ওমরাহ কিংবা অন্যান্য তীর্থযাত্রীদের সঙ্গে হজ যাত্রীদের পরিবহনের ক্ষেত্রেও গুণগত মানের উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন