শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

হাটহাজারীতে ইডেন ইংলিশ স্কুল দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু শনিবার

বুধবার, জানুয়ারী ৫, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 39 1

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুরে অবস্থিত ইডেন ইংলিশ স্কুল মাঠে আগামী শনিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ইডেন ইংলিশ স্কুল দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ইডেন ইংলিশ স্কুলে দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বারের মত এ বছরও ইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন পরিচালনা কমিটি আয়োজন করেছে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২। এ টুর্নামেন্টে প্রফেশনাল, নন-প্রফেশনাল ও প্রবীণ (৪৫ বছর উর্ধ্বে), এ তিন ক্যাটাগরিতে খেলোয়াড়দের যথাক্রমে ১৬, ৩২, ১৬টি টিমের অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছে। টুর্নামেন্টের প্রাইজমানি রাখা হয়েছে এক লাখ ৭০ হাজার টাকা। তার মধ্যে প্রফেশনাল ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার, রানার আপ ৩০ হাজার টাকা। অন্য দিকে, নন-প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৩০ হাজার, রানার আপ ২০ হাজার টাকা এবং প্রবীণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা ২৫ হাজার, রানার আপ ১৫ হাজার টাকা করে পাবেন।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম। সভাপতিত্ব করবেন ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. খালেদ মাহমুদ।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম বলেন, ‘ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের সার্বিক তত্বাবধানে আমরা ২০২০ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩ জানুয়ারি সময়কালে এ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজন করেছি। প্রথম আসরেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘আপনারা দেখেছেন, দেশের বিভিন্ন জেলা থেকে প্রফেশনাল ও নন-প্রফেশনাল খেলোয়াড়বৃন্দ আমাদের এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন সালমান, মিজান, খালেদ, নাঈম, ওয়াহিদুল, পরাশের মত জাতীয় দলের অনেক জনপ্রিয় ও অভিজ্ঞ খেলোয়াড়। আমাদের বিশ্বাস, সবার সার্বিক সহযোগিতায় এবারের টুর্নামেন্টও চট্টগ্রামের ক্রীড়া জগতের উন্নতিতে ভূমিকা রাখবে।’

ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ বলেন, ‘শারীরিক সুস্থতা ও স্বতঃস্ফুর্ততার জন্য খেলাধুলা ও শরীর চর্চার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীর-মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মো. নাজিম, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক, মো. হানিফ জাবেদ, জুবায়ের মনির মনিরুজ্জমান, মহিউদ্দীন, ইসমাঈল, ফাইয়াজ ইমতিয়াজ, আলী আকবর ফয়সাল, এনামুল হক, আইয়ুব আলী বাবলু, জাবেদ হোসেন বাদল, জাহেদ জলিল বাবু।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন