রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হাম রোগী শনাক্ত নিউইয়র্কের অভিবাসী আশ্রয়কেন্দ্রে, যা জানা জরুরি

শনিবার, জুলাই ১৩, ২০২৪

প্রিন্ট করুন
হাম
এই নিয়ে চলতি বছর নিউইয়র্কে ১১ জনের দেহে হাম শনাক্ত হলো।

ইফতেখার ইসলাম: নিউইয়র্কে একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে হামে আক্রান্ত ২ রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি বছর নিউইয়র্কে ১১ জনের দেহে হাম শনাক্ত হলো। যে সংখ্যা গত বছর কেবল একটি ছিলো।

নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুকলিনের ক্লিনটন হিলের হল স্ট্রিট অভিবাসী আশ্রয়কেন্দ্রে ওই দুই জনকে শনাক্ত করা হয়। এছাড়া কেন্দ্রে থাকা বাকিদেরও পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, যাদের নথিভুক্ত টিকা নেই তাদের পরীক্ষা করা হবে। যারা এর ঝুঁকি থেকে মুক্ত নয় তাদের ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের অধীনে আবর্জনা, কোলাহল এবং রাস্তায় গৃহহীনদের বসবাস হামের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

শহরের বাসিন্দাদের শঙ্কার কোন কারণ নেই বলে জানিয়ে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আমাদের প্রায় প্রত্যেক নাগরিকের হামের টিকা গ্রহণ করা রয়েছে। যার ফলে এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া যারা টিকা গ্রহণ করেনি তাদের দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগের কথা জানিয়েছেন তারা।

হাম নিয়ে যা জানা যাচ্ছে

হাম কী: হাম ভাইরাসজনিত একটি রোগ। জার্মান মিজলস নামেও পরিচিত হাম। ঠিকমতো এ রোগের চিকিত্সা না করা হলে রোগী নানা জটিলতায় পড়তে পারে। তবে হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। শিশুরাই হামে বেশি আক্রান্ত হয় বলে এক বছর থেকে ১৮ মাস বয়সী শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া যায়।

শিশু ও বড়দের হাম: শিশুদের মতো বড়দেরও হাম হতে পারে। তাই এখন হামের প্রতিষেধক হিসেবে বড়দের জন্যও আছে ‘এমএমআর’ ভ্যাকসিন। এ ভ্যাকসিন দেওয়া না থাকলে হাম হওয়ার আশঙ্কা থাকতে পারে। তবে, সাধারণত একবার হাম হলে দ্বিতীয়বার আর এ রোগ হওয়ার আশঙ্কা থাকে না। তবে সবাইকেই সতর্ক থাকতে হবে, কেননা হাম ছোঁয়াচে।

হামের লক্ষণ: হাম হলে প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন অনেক তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে র্যাশ বা ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।  

হামে আক্রান্ত ব্যক্তির সাথে ব্যক্তিগত সংস্পর্শে আসলে বা নাক বা গলার নিঃসরণের সরাসরি সংস্পর্শে আসলে এটি সংবাহিত হতে পারে।

হাম হলে করণীয়: হাম হলে অবশ্যই চিকিত্সকের কাছে যেতে হবে। চিকিত্সক রোগীকে ভালোভাবে দেখার পর শনাক্ত করতে পারবেন আসলেই হাম হয়েছে কিনা। সাধারণত তিন দিনের চিকিত্সাতেই এই রোগের জ্বর ভালো হয় এবং সাত দিনের মধ্যেই হামে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হামে আক্রান্ত রোগীকে নিয়মিত গোসল করাতে হবে। আর একটু পর পর ভেজা তোয়ালে/গামছা বা নরম কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিতে হবে। রোগীর বেশি জ্বর হলে বমিও হতে পারে। তবে এতে চিন্তিত হওয়ার কারণ নেই। এ ক্ষেত্রে ওষুধ খেতে হবে। তবে কোনো ভাবেই চিকিত্সকের পরামর্শ ছাড়া রোগীকে ওষুধ খাওয়ানো যাবে না।

বিশ্রাম ও পানি: হাম হলে রোগীকে পুরোপুরি বিশ্রামে থাকতে হয়। এ সময় বাসা থেকে বের না হওয়াই ভালো। অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর স্বাভাবিক খাবারদাবারের পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবারও দিতে হবে।

চিকিৎসা না হলে: সময়মতো চিকিত্সা করানো না হলে হাম থেকে নিউমোনিয়া, কানে ইনফেকশন এমনকি মস্তিষ্কে ম্যালিডাইসিস রোগ হতে পারে। তাই হামের নিরাপদ চিকিত্সা করানো খুবই জরুরি

Read more

ওষুধ না খেয়েও যেভাবে সারাবেন গ্যাস্ট্রিকের সমস্যা
যত কারণে গর্ভাবস্থায় শ্বাসকষ

Views: 2

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন