সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

হারলেমে ডাকাতির সময় দোকান কর্মচারীকে হত্যা

সোমবার, জানুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 59 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের পূর্ব হারলেমে ডাকাতির সময় বার্গার কিংয়ের এক কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৯ জানুয়ারি) ভোরে লেক্সিংটন অ্যাভিনিউতে অবস্থিত বার্গার কিংয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সশস্ত্র বন্দুকধারী ওই দোকানে প্রবেশ করে টাকা দাবি করে। এসময় কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ১৯ বছর বয়সী ক্রিস্টাল বেয়রন-নিভসের দেহে গুলি চালায় ওই ব্যক্তি। পরে আহত অবস্থায় ওই কর্মচারীকে মেট্রোপলিটন হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। 

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি। তবে ভিডিও ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পেয়েছে তারা। যেখানে গাঢ় বর্ণের এবং পাতলা গড়নের একজন ব্যক্তি মুখোশ ও কালো পোশাক পরিধান করা ছিলো। সে একটি কালো প্লাস্টিকের ব্যাগ বহন করেছিলো। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন