বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

হাসপাতালেও শাবিপ্রবি শিক্ষার্থীদের কিছু খাওয়ানো যাচ্ছে না

শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনরত ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েও তাদের কিছু খাওয়ানো যাচ্ছেনা বলে জানিয়েছেন চিকিৎসক। 

অনশনস্থলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক দলের নেতৃত্বে থাকা চিকিৎসত শামসুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ২ জনকে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ১ জনকে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডা. শামসুল ইসলাম বলেন, শিক্ষার্থীর যারা হাসপাতালে যাচ্ছেন, সেখানেও তাদের কিছু খাওয়ানো যাচ্ছে না। তাদের একটাই কথা, উপাচার্যের পদত্যাগ চাই, নয়তো অনশন করে মরতে চাই।   এর আগে বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অনশনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা পানিসহ কোনো ধরনের তরল খাদ্য গ্রহণ করছেন না। যার ফলে অনেকেই নিস্তেজ হয়ে যাচ্ছেন। তবে উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত কেউ অনশন ভাঙবেন না।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন