শুক্রবার, ২১ মার্চ ২০২৫

শিরোনাম

হুতিকে ‘সম্পূর্ণরূপে নির্মূল’র হুমকি ট্রাম্পের

বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ‘সম্পূর্ণরূপে নির্মূল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে ইরানকে আবারও হুতি গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। গাজা সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যে গতকাল বুধবার এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন থেকে এএফপি বৃহস্পতিবার এই খবর জানায়।

গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করায় গত সপ্তাহে ইসরাইলি জাহাজের ওপর আবারও হামলা শুরুর হুমকি দেয় ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তার আগেই গত শনিবার ট্রাম্পের নির্দেশে হুতিদের ওপর তীব্র বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। যা এখন বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে নারী ও শিশুসহ ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জবাবে লোহিত সাগর অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে হুতিরা। মঙ্গলবার গোষ্ঠীটি জানায়, কৃষ্ণসাগরে অবস্থানরত মার্কিন রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। তারা জানায়, বিদ্রোহীদের ছোঁড়া মিসাইল বা ড্রোন লক্ষ্যবস্তু থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। এছাড়া বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করে যুক্তরাষ্ট্র। এরপরই ট্রাম্প ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটিকে কঠোর হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হুতি বর্বরদের প্রচণ্ড ক্ষতি করা হয়েছে। সামনে তাদের অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে যাবে। এটা এমনকি একটা সমান সমান লড়াইও নয়, কখনও হবেও না। তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে!’

শুধু তাই নয়, হুঁশিয়ারির পর রাজধানী সানাসহ সা’দা, আল-জাওফের আল-হাজম ও আল-বায়দার আস-সাওয়াদিয়াহ জেলায় হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ১৬ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে হুতি। বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন