নাটোর: নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর নাটোর সদর উপজেলার সাতটি এবং বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসি সচিবালয় তফশিলের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর পুনঃনির্ধারণ করেছে। তবে মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ এবং ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত থাকছে।
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ অনুযায়ী জেলা নির্বাচন অফিসার ইতিমধ্যে দুইটি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচির প্রজ্ঞাপন জারি করেছেন এবং পাঁচজন রিটার্নিং অফিসারকে নিয়োগ দিয়েছেন।
তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। রোববার (১৭ নভেম্বর) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ২৬ অক্টোবর মঙ্গলবার। আপিল দায়েরের শেষ তারিখ ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর নির্ধারণ করে বলা হয়েছে, ২৫ অক্টোবরের মধ্যে আপিল নিস্পত্তি করা হবে।
নাটোর জেলা নির্বাচন অফিসার মো. আছলাম আপিল অথরিটি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাটোর জেলা নির্বাচন অফিসার মো. আছলাম বাসসকে বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনের পাঁচজন রিটার্নিং অফিসারের প্রশিক্ষণ রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের মাধ্যমে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ নভেম্বরের শুরুতে আয়োজন করা হবে।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন