বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম ধাপে খুলবে উচ্চমাধ্যমিক স্তর

শুক্রবার, সেপ্টেম্বর ৩, ২০২১

প্রিন্ট করুন
school
school

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রকোপ স্বাভাবিক না হওয়ার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ
ছিল। প্রায় দেড় বছর ধরে বন্ধের পর অতঃপর ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া
হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি । এ কথা নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবুল
খায়ের।
এদিকে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে সেই
ছুটি আর বাড়ছে না। ফলে দীর্ঘ বন্ধের পর আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা। গতকাল
বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি
পরামর্শক কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আগামী রোববার আন্তমন্ত্রণালয়
সভা ডাকা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় পরিকল্পনা করা হয়েছিল, টিকা দেওয়া সাপেক্ষে
বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা আগামী ১৫ অক্টোবরের পর থেকে খুলতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ১৫
অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয় খোলার যে পরিকল্পনা করা হয়েছে, সেটি আলোচনা সাপেক্ষে পরিবর্তিতও
হতে পারে। অর্থাৎ এগিয়ে আসতে পারে। অবশ্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেয়। তবে ১৮
আগস্ট সচিব সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করে যত তাড়াতাড়ি
সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সে
অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন