ঢাকা: আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে ও ১৫ অক্টোবর মঙ্গলবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (৩ অক্টোবর) কোথাও ১৪৪৬ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, শুক্রবার (৪ অক্টোবর) রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে রবিউস সানি মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
সভায় ১৪৪৬ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। এ অবস্থায়, শুক্রবার (৪ অক্টোবর) রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. রুহূল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মোহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ ১১। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, মরমী, আইনজ্ঞ ও হাম্বলী মাযহাবের ধর্মতত্ত্ববিদ আবদুল কাদের জিলানীর (রহ.) স্মরণে পালিত হয়। ফাতেহা-ই-ইয়াজদাহম হল আবদুল কাদির জিলানীর (রহ.) ওফাত দিবস। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন।
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন