শিশুদের খাবার ও অন্যান্য জরুরি পণ্য শিগগিরই ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স
গত ১৫ দিন ধরে গাজায় কোনো ধরনের খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। খাদ্যের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসায় সংকট দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইসরায়েলের এই অবরোধের অবসানের আহ্বান জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে ডব্লিউএফপি জানায়, ‘গত ২ মার্চ থেকে গাজায় কোনো খাদ্য প্রবেশ করেনি। কেবল মানবিক সহায়তা নয়, বাণিজ্যিক সরবরাহের জন্যও সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। ইসরায়েলের অবরোধের কারণে খাদ্যের দামও বেড়েছে। কিছু প্রয়োজনীয় পণ্যের দাম ২০০ শতাংশের বেশি বেড়েছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, টানা ১৫ দিন ধরে খাদ্য ও জরুরি ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত গাজাবাসীরা রয়েছেন চরম দুর্দশায়।
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘গাজায় বসবাসরত ফিলিস্তিনি বাবা-মায়েরা গভীর উদ্বেগে ভুগছেন। শিশুদের জন্য খাবার ও অন্যান্য জরুরি পণ্য শিগগিরই ফুরিয়ে যাবে বলে আশঙ্কা তাদের।’
ওসিএইচএ আরও জানায়, ‘পণ্য সরবরাহ দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। গাজার অবরোধ বন্ধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’
এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববারের হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১২ হাজারের বেশি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন