১৬ জুলাই, মুরাদপুরের পিচঢালা পথে
ছাত্র জনতার মিছিলে হায়েনার গুলি
বুলেটে বিদ্ধ ওয়াসিম আকরাম
থেমে গেছে স্লোগানের বুলি।
চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম
ছিলেন ছাত্ররাজনীতির সাথে যুক্ত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
অগ্রণী তিনি, করতে স্বদেশ মুক্ত।
‘চলে আসুন ষোলশহর’
ফেসবুক পোস্টে ওয়াসিমের শেষ আহবান
এসেছে সবাই, এসেছে ওয়াসিম
হায়েনার বুলেটে ওয়াসিমের জীবনের অবসান।
ওয়াসিমের শয়নকক্ষের দেয়ালে সাঁটা
ফেসবুক পোস্টের সেই আহবান
ঘরজুড়ে শূন্যতা হাহাকার
ওয়াসিম আজ স্মৃতিময়।
জোছনা বেগমের আজও কানে বাজে
১৭ জুলাই ওয়াসিম ফিরবে বাড়ি
কক্সবাজারের পেকুয়ায় ফিরেছে তবে
জীবন্ত নয় ছেলের লাশবাহী গাড়ি।
শিক্ষক হওয়ার ব্রত নিয়ে
পেকুয়া থেকে চট্টগ্রামে আসা
বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলনে
থেমে গেছে সব স্বপ্ন, হয়েছে মৃত্যুযাত্রা।
১৬ জুলাই ওয়াসিমের সারথি
আরও দুই তরুণ
হায়েনার গুলিতে নিভে
ফয়সাল, ফারুকের জীবন।
নিউ মার্কেট, মুরাদপুর,
ষোলশহর, ২ নম্বর গেট
রক্তে লেখা ইতিহাসের
অবিস্মরণীয় স্পট।
ওয়াসিমের রক্ত স্নাত মুরাদপুরের মাটি
জীবন বলিদানে আন্দোলন পেয়েছে গতি,
নগরের এক্সপ্রেসওয়ে হলো তোমার নামে
অমর হয়ে থেকো বীর জুলাই অভ্যুত্থানের।
চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মরণে শাহাদাৎ হোসেন চৌধুরীর কবিতা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন