ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বর্তমান সরকারের অপসারণ ও নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রাথমিক উদ্দেশ্য বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা বাংলাদেশের স্বাধীনতার একটি মৌলিক স্তম্ভ গণতন্ত্র পুনরুদ্ধার করতেও প্রতিশ্রুতিবদ্ধ।’
টুকু জানান, আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর ও ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারা রোডমার্চের আয়োজন করবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে রোডমার্চের উদ্বোধন করবেন ও বিএনপির সিনিয়র নেতারাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
টুকু বলেন, ‘আগের বিক্ষোভের অনুরূপ, আমরা মোটরসাইকেল আরোহীসহ সবাইকে আমাদের রোড মার্চ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘আমরা আশা করি যে, আমাদের জাতির যুবকরা এগিয়ে আসবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে- এই আন্দোলনে অংশ নেবে। আমাদের উদ্দেশ্য হল জনসমর্থন তৈরি করা ও সরকারের নেতৃত্বে পরিবর্তন আনা।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন