চলমান ডেস্ক: ব্যয় সংকোচন করতে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যান্ডি জেসি লিখেছেন, ১৮ জানুয়ারি থেকে ওই ছাঁটাই কার্যকর হবে। এতে কোম্পানির তিন লাখ কর্মীর প্রায় ৬ শতাংশ বাদ পড়বেন।
গত নভেম্বরে বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল অ্যামাজন। তখন জানা যায়, কোম্পানির করপোরেট ও প্রযুক্তি বিভাগে কাজ করা প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানাল অ্যামাজন।
প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি বলেন, যারা ছাঁটাই হচ্ছেন, তাদের প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য বীমার সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা।
আইআই/ সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন