শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

১৯ মে থেকে নিউইয়র্ক নগরীর সব কিছু খুলে দেয়া হচ্ছে

শুক্রবার, মে ৭, ২০২১

প্রিন্ট করুন
kumo

নিউইয়র্ক নগরীতে করোনায় মৃতের হার এবং করোনা পজেটিভ কমে যাওয়ায় আগামী ১৯ মে থেকে নগরীর সব কিছু খুলে দেওয়া হচ্ছে। নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রো ক্যুমোর এমন ঘোষনায় নগরীতে জনমনে স্বস্থি বিরাজ করছে। মানুষ   আগের মত উন্মুক্ত ভাবে চলাফেরা করতে পারবে। গভর্নরের ঘোষনায় সর্ব স্তরের মানুষ নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

৩ মে সোমবার, নিউইয়র্কের গভর্নর  শহরে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। সেখানে করোনাভাইরাস সম্পর্কে আপডেট জানান এবং ঘোষণা করেন, ১৯ মে থেকে নিউইয়র্ক রাজ্যের সবকিছু পুনরায় খুলে দেওয়া হবে।

১৯ মে থেকে নিউইয়র্ক রাজ্যের সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করা বিধিনিষেধ সমূহ প্রত্যাহার করা হবে। এর মধ্যে রিটেইল স্টাবলিশমেন্ট, ফুড সার্ভিস, জিম, ফিটনেস সেন্টার, বিনোদন পার্ক, বিনোদন মাধ্যম, হেয়ার সেলুন, নাপিত দোকান এবং অফিস অন্তর্ভুক্ত রয়েছে।

কুমো অবশ্য জানিয়েছেন, ‘তারা যদি চায়, তবে নিজ নিজ অর্থনৈতিক বিষয়ে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে।’

কুমো আরও বলেন, রাজ্যের স্টেডিয়ামগুলো ১৯ মে থেকে শতকরা ৩৩% শতাংশ পর্যন্ত জনসংখ্যা ধারণ ক্ষমতা অর্জনে সক্ষম হবে। ১৭ মে থেকে আউটডোর খাবার পানীয় কারফিউ তুলে নেওয়া হবে এবং ৩১ মে থেকে ইনডোরের খাদ্য ও পানীয়ের কারফিউ তুলে নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন