শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

২০২৪ সালের হজের রেজিস্ট্রেশন শুরু করল সৌদি আরব

মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজ রেজিস্ট্রেশন করতে পারবেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয়ের অধীনে সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (সিআইসি) এ তথ্য জানিয়েছে।

নুসুক হজ অ্যাপ্লিকেশন হজ করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে। হজযাত্রীরা ই-মেইল দিয়ে তাঁদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন এবং প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন, যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সমস্ত দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

নুসুক হজ অ্যাপ সৌদি আরবে আজীবন ভ্রমণের প্রবেশদ্বার। এটি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত একটি ওয়ান-স্টপ-শপ প্ল্যাটফর্ম। অনুমোদিত এই প্ল্যাটফর্ম তীর্থযাত্রীদের বিভিন্ন ধরনের হজ প্যাকেজ অফার করে। অ্যাপটি হজসংশ্লিষ্ট আজীবন নির্বিঘ্ন সেবাদান নিশ্চিত করে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন