বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

২০২৫ সালে বলিউড কাঁপাবে যেসব চলচ্চিত্র

সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: পৃথিবীর অন্যতম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড। বলিউড প্রেমীদের জন্য সুখবর। একের পর এক চমক নিয়ে আসছে বছর ২০২৫ সালৈ বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি। বড় বাজেটের এসব ছবিগুলোতে থাকছেন অজয় দেবগন, সানি দেওল, শাহিদ কাপুর, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়েসহ আরও অনেকে।

জেনে নেওয়া যাক সেই পাঁচটি চলচ্চিত্রের বিস্তারিত; যার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

হাউসফুল ফাইভ: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম পর্ব আসছে ২০২৫ সালে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘হাউসফুল ৫’-এ থাকছে প্রতিবারের মতই কমেডি। এই মাল্টি-স্টার চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে বলিউডের বহু বড় তারকাকে। যার মধ্যে আছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, ববি দেউল, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মরিয়া, চিত্রাঙ্গদা সিং, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর প্রমুখ।

জাট: ‘জাট’ হল একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। এটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। সিনেমাটি প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির পরিকল্পনা করা হলেও তা হয়নি। ফলে, ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১০ এপ্রিল।

দেবা: ‘দেবা’ হল রোশন অ্যান্ড্রুজ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে ও পাভেল গুলাটি। সিনেমাটি একজন প্রতিভাবান ও বিদ্রোহী পুলিশ অফিসারের গল্প নিয়ে তৈরি। সেই অফিসার একটি হাই-প্রোফাইল কেস তদন্ত করতে যেয়ে প্রতারণার শিকার হন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি।

ইমার্জেন্সি টু: ‘ইমার্জেন্সি টু’ হল কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত একটি ড্রামা সিনেমা। এতে তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৭ জানুয়ারি।

আজাদ থ্রি: অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’ একটি ঐতিহাসিক ড্রামা সিনেমা। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, ডায়ানা পেন্টি, আমান দেবগণ ও রাশা থাদানি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একটি ঘোড়া- আজাদ, যে তার মালিকের অনুগত। আমান ও রাশা এই সিনেমার মাধ্যমে বলিউডে তাদের ডেবিউ করতে যাচ্ছেন। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৭ জানুয়ারি।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন