শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

২০৩৫ সালে দক্ষিণ এশিয়ায় শিক্ষার বাইরে ও কর্মহীন থাকবে ৭ কোটিরও বেশি তরুণ

সোমবার, নভেম্বর ৩, ২০২৫

প্রিন্ট করুন

দক্ষিণ এশিয়ায় ২০৩৫ সালের মধ্যে ৭ কোটিরও বেশি তরুণ-তরুণী শিক্ষার বাইরে ও কর্মহীন অবস্থায় থাকবে বলে আশঙ্কা জানিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে, এ পরিস্থিতি অঞ্চলটির অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠীর সংখ্যা হবে প্রায় ৩০ কোটি। এর মধ্যে অর্ধেক শিক্ষায়, এক-চতুর্থাংশ কর্মে যুক্ত থাকলেও বাকি অংশ শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে থেকে যাবে। নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন—সামাজিক রীতিনীতি, নিরাপত্তা উদ্বেগ ও গৃহস্থালি দায়িত্ব তাদের কর্মজীবনে প্রবেশে বাধা সৃষ্টি করছে।

প্রতিষ্ঠানটি বলেছে, শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ এখনো বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অর্ধেক। লিঙ্গ বৈষম্য, নিরাপদ যাতায়াতের অভাব ও শিশু যত্নসুবিধার ঘাটতি এ সমস্যাকে আরও বাড়াচ্ছে।

এই সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক শিক্ষায় প্রবেশাধিকার বাড়ানো, কারিগরি প্রশিক্ষণ উন্নত করা ও কর্মসংস্থানমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এখন নেওয়া সঠিক পদক্ষেপই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার তরুণরা ভবিষ্যতে সমৃদ্ধির চালিকাশক্তি হবে, না অস্থিরতার উৎস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন