নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘মানিকগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ ইনক’। ২৩ পদের পিঠা প্রদর্শনী ও পরিবেশনের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন তারা।
লুৎফর রহমান যুবায়েরকে সভাপতি ও সজীব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য এ কমিটির ঘোষণা এলো।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে উৎসবের আমেজে অভিষেক অনুষ্ঠান করে সংগঠনটি।
নূরজাহান ভূইয়া ঋতু ও ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম। শপথ পড়ান সমিতির স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন গাজি।
কমিটির অন্য নেতারা হলেন জ্যেষ্ঠ সহ সভাপতি এম রউফ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ দেওয়ান আব্দুর রউফ, প্রচার সম্পাদক মোহাম্মদ রহমান বাদল, দপ্তর সম্পাদক মতিউর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক তানজিম আহমদ সজিব প্রমুখ।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন