বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

২৫ জানুয়ারি ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী

শনিবার, জানুয়ারী ১৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: তিন দিনের সফরে ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী হামজাহ জয়নুদিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে ২৫ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হামজাহ জয়নুদিন্

তিনি ঢাকায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) পরিদর্শন করবেন এবং বাংলাদেশ-মালয়েশিয়া সুশীল সমাজের সাথে মত বিনিময় করবেন। এবারে মালয়েশিয়ায়র স্বরাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে ঢাকায় আসছেন।

জানা গেছে, বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া সুগম করতেই তার এ সফর।

দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার ফের উন্মুক্ত হয়েছে। ২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় সব খাতে শ্রমিক দিতে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে।

বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান আলোচনা শেষে চুক্তি পত্রে সই করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন