চলমান ডেস্ক: বৈশাখী উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রথম বারের মত আয়োজন করা হচ্ছে বইমেলার।
রমজান মাসের মাঝামাঝি সময়ে বৈশাখ মাস শুরু হলেও বৈশাখকে বরণ করে নেয়ার কোন প্রস্তুতি ছিল না প্রবাসী বাঙালিদের। রমজান শেষে ঈদ উৎসব আয়োজনে ব্যস্ত ছিলেন তারা। তবে বৈশাখের আমেজ এখনো বিরাজ করছে তাদের মাঝে। তাই প্রবাসীদের কথা চিন্তা করে আগামী ২৭, ২৮ ও ২৯ জুন তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও ভিন্নধর্মী বইমেলার আয়োজন করতে যাচ্ছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘এবার আমাদের মূল আকর্ষণ বইমেলা। বাংলা ভাষার ঐতিহ্য ও সংস্কৃতি আমরা তুলে ধরব। এ ছাড়া পাবলিক ডিপ্লোমেসিকে আমরা সম্প্রসারিত করতে চাই।’
বাংলাদেশ বিজনেস ফোরাম প্রেসিডেন্ট মাহবুব আলম মানিক বলেন, ‘বর্তমানে আমাদের ছেলেরা পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণ করছে। এমন সময়ে এ মেলা আমাদের হাজার বছরের ঐতিহ্যের খানিকটা তুলে ধরবে।’
কনস্যুলেট প্রাঙ্গণে এ আয়োজনে বাংলাদেশের নামকরা প্রকাশনা সংস্থাগুলোর যোগ দেয়ার কথা রয়েছে। মেলায় তাদের ২৫টি স্টলে অসংখ্য প্রবাসী লেখকের বই স্থান পাবে বলে জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।
এ মেলায় অংশ নিয়েত প্রবাসীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির প্রেসিডেন্ট প্রয়াত হওয়ায় ৪০ দিনব্যাপী পতাকা অর্ধনমিত রাখাসহ শোক পালনের নানা কর্মসূচি রাখা হয়েছে। এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বৈশাখী উৎসব ও বইমেলা জুন মাসে আয়োজন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন