সিএন প্রতিবেদন: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে আগত নেতাকর্মীরা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, আগামী ২০ তারিখের মধ্যে আমাদের প্রিয় নেতাকে যদি জড়িয়ে ধরে মুক্তমঞ্চে আনতে না পারি, গোটা বাংলাদেশে অব্যাহত লাগাতার কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা অনেক পরীক্ষা দিয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে পেছনে যাওয়ার আর রাস্তা থাকে না। সুতরাং বাংলাদেশ ফুঁসে ওঠার আগে উত্তাল তরঙ্গমালা আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ার আগেই আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।
মহানগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন শিকদারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্ত স্বৈরাচার পতনের ৫ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরও এ টি এম আজহার ভাইকে এখনও মুক্তি দেওয়া হয়নি।তিনি জনতার কাতারে, পরিবারের কাছে এখনও আসতে পারেন নাই। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন