নিউইয়র্ক:
মজুত তেল থেকে ৫০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস তেলের উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়- চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও ব্রিটেনের সঙ্গে মিলে কৌশলগত মজুত থেকে বাজারে তেল সরবরাহ বাড়ানো হবে। এতে যুক্তরাষ্ট্র তার মজুত থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে সরবরাহ করবে। এছাড়া ভারত ৫ মিলিয়ন, ব্রিটেন ১.৫ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে বলে জানিয়েছে।
এর আগে তেল উত্তোলক দেশগুলোর জোট ওপেক প্লাসকে দাম নিয়ন্ত্রণে আনতে তেল উত্তোলন বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন জো বাইডেন। সোমবার( ২২ নভেম্বর) ওপেক প্লাসের নেতারা এক বৈঠকে বাইডেনের প্রস্তাবে সম্মতি দেয় নি। ওই সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব, আমিরাত ও রাশিয়াসহ ওপেক প্লাসের নেতারা।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির তীব্রতা হ্রাস পাওয়া বিশ্বে তেলের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান না থাকায় বিশ্ববাজারে তেলের দরও বাড়ছে। এমন পরিস্থিতিতে ভোক্তা দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। তেলের দরে লাগাম টানতে যুক্তরাষ্ট্র-চীনসহ শীর্ষ ভোক্তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন