চলমান ডেস্ক: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর এক বছর পূর্তিতে প্রতি দশ মার্কিন নাগরিকের ছয় জনই মনে করেন, দেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। বুধবার (১২ জানুয়ারি) প্রকাশিত এক জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।
কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেয়াদের ৭৬ শতাংশ জানান, তারা মনে করেন যে, আমেরিকায় রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হুমকির চেয়ে বড়। জরিপে অংশ নেয়া ৫৮ শতাংশই জানান, তারা মনে করেন, দেশের গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এ ক্ষেত্রে ৩৭ শতাংশ ভিন্নমত পোষণ করেন। এছাড়া ৫৩ শতাংশ জানান, তারা মনে করেন যে, তাদের জীবনে আমেরিকায় এত বেশি রাজনৈতিক বিভাজন আর কখনো দেখেননি।
কংগ্রেসে চালানো হামলার মত আমেরিকায় আর কোন হামলার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে জরিপে অংশ নেয়াদের ৫৩ শতাংশ জানান, এমন হামলার খুব বা কিছুটা সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে চালানো হামলার তদন্ত করছে। জরিপে অংশ নেয়াদের ৬১ শতাংশ বলেছেন, ‘তারা এ তদন্ত সমর্থন করেন।’
এ দিকে, ডেমোক্রেটদের ৮৩ শতাংশ এর পক্ষে ও রিপাবলিকানদের ৬০ শতাংশ এর বিপক্ষে সমর্থন জানান।
প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এ জরিপ প্রতিবেদনের খারাপ দিক হল, এতে অংশ নেয়াদের মাত্র ৩৩ শতাংশ প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানান। অপর দিকে, এতে অংশ নেয়া ৫৩ শতাংশই তার কাজের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ ক্ষেত্রে ১৩ শতাংশ কোন মতামত দেননি।
গত নভেম্বরে চালানো কুইনিপিয়াকের জরিপে বাইডেন তার করা কাজের ক্ষেত্রে ৩৮ শতাংশের সমর্থন পেয়েছিলেন।
সিএনএমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন