নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি। বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন।
৫ দফা দাবি হলো- জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করা, আন্তজেলা হাইওয়ের পাশে সার্ভিস রো নির্মাণ, জেলার লাইসেন্সসহ বিক্রয়কৃত সিএনজি চলাচল নিশ্চিত না হলে শো রুমে কিস্তি স্থগিত করা, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য বিশেষ অনুমতি প্রদান করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলায় সিএনজি না চালাতে পেরে তারা আজ পথে বসেছে। কিস্তির টাকাও পরিশোধ করতে পারছে না। বাস মালিকরা তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে যারা মালিক ও চালক রয়েছে তারা পথে বসবে। লক্ষ লক্ষ টাকা দেনা হচ্ছে তাদের।
মানববন্ধনে বরিশাল জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি আবদুর রবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সোয়ান সরদার, সদস্য কাওসার হোসাইন, বাসদের জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, হাসান জাহাঙ্গীর, মো. ইসা, সোহেল রানাসহ প্রমুখ।
তুহিন/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন