৬ টি সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ প্রথমবারের মতো সরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সরকার–টু–সরকার (জিটুজি) ভিত্তিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘মাই নর্স স্ট্রাইড’ নামে একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহিঃ নোঙরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, এই গম আমদানি কার্যক্রমটি বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় সম্পন্ন হচ্ছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং পরীক্ষার পর দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট আমদানিকৃত চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সহযোগিতায় নতুন অধ্যায় সূচিত হলো, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন