মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৯০ মিনিটের ‘দর্শকশূন্য’ বিতর্কে মুখোমুখি হচ্ছেন কামালা-ট্রাম্প

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক নিয়ে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতি। এবিসি নিউজ জানিয়েছে, এ বিতর্কে কোন দর্শক থাকবে না। একইসাথে একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রজুড়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনীত প্রার্থী। চলতি মাসেই প্রথম বারের মত মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট কামালা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

আগামী ১০ সেপ্টেম্বর তাদের এ বিতর্ক সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ।

আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত নয়টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হবে। ইতিমধ্যে ওই বিতর্কের কয়েকটি নিয়ম জানিয়েছে এবিসি নিউজ। তারা জানায়, ট্রাম্প-কামালার বিতর্কের সময় কোন দর্শক সেখানে থাকবে না। একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। ৯০ মিনিটের বিতর্কে বিজ্ঞাপন বিরতি থাকবে দুই বার।

এবিসি ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার হবে এ বিতর্ক অনুষ্ঠান।

এবিসির নিয়ম নিয়ে নিজের সম্মতি জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনসভায় নির্বাচনে জয়ী হলে, নিজের প্রথম মেয়াদে ২৫০ কোটি ক্ষুদ্র ব্যবসায়ের সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথা জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

তবে, মাইক্রোফোন বন্ধ রাখার সিদ্ধান্তের বিপক্ষে শুরুতে নিজের মত জানালেও পরে সম্মতি দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, এবিসি নেটওয়ার্কের তীব্র সমালোচনা করেছেন তিনি। বলেছেন, ‘তাদের মত আর একটাও ‘অসৎ’ গণমাধ্যম নেই।’

এ দিকে, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে একের পর এক জনমত জরিপ বের হচ্ছে। বুধবার (৪ সেপ্টেম্বর) নয়া এক জরিপের ফল বলছে, ‘ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনের পর কামালার জনপ্রিয়তা তিন দশমিক এক শতাংশ বেড়েছে। বর্তমানে কামালার জনপ্রিয়তা ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৩ শতাংশ।’

যদিও এসব জরিপের প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

সিএন/আলী

Views: 1

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন