শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্রিন্ট করুন
নিজ দেশে ফেরত পাঠালে নিপীড়নের মুখোমুখী হবে এমন অভিবাসীদের শুনানির অধিকার নেই 1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর ৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী কমানোর প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প শপথ গ্রহণের পরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর দেশজুড়ে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়।

ভিসা বাতিলের মধ্যে নথিবিহীনদের পাশাপাশি বৈধ খণ্ডকালীন ভিসাধারীরাও রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৬ হাজার ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজারজন সহিংসতায় জড়িত থাকার কারণে এবং ৮ হাজারজন চুরির কারণে।

আগস্টে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীরও ভিসা বাতিল করা হয়েছে, যার মধ্যে আইনভঙ্গ এবং ‘সন্ত্রাসবাদ সমর্থন’ যুক্ত অভিযোগ ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নীতি ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন