চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক সংগঠন ‘নববাক’ এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ এর নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শরীফ জিয়াউল হোসাইন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান আহেমদ মুন্না।
মঙ্গলবার (১৪ জুন) বিকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে নতুন এ কার্যনির্বাহী কমিটি ভোটের মাধ্যমে সভাপতি-সম্পাদককে নির্বাচিত করে ঘোষণা করা হয়। এসময় ভোটে অংশগ্রহণ করেন সদ্য সাবেক সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও সাধারণ সম্পাদক।
নবগঠিত কমিটির সভাপতি শরীফ জিয়াউল হোসাইন বলেন , ” আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কে সামনে রেখে ‘নববাক’ বিগত বছরের ন্যায় কাজ করে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী-ফটিকছড়ি শিক্ষার্থীদের নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবিতে পাশে থাকবে সংগঠন তথা আমি। সাবেক এবং বর্তমানদের মেলবন্ধনে একটি অনন্য নববাক পরিবার উপহার দিব।”
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আহমেদ মুন্না বলেন, ‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী-ফটিকছড়ি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘নববাক’ কে সামনে এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো। ‘
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন