নিজস্ব প্রতিবেদক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর রোববার পুলিশের হামলার নিন্দা জানান শিক্ষার্থীরা।
চবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ সংহতি প্রকাশ করি।
প্রশাসনের মদদে শিক্ষার্থীদের ওপর পর পর দুইবার হামলার প্রতিবাদ জানাই। এ হামলা শুধু ওই বিশ্ববিদ্যালয়েই নয়, এটি সব বিশ্ববিদ্যালয়ের ওপরই হামলা।’
পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফী নিতু বলেন, ‘শিক্ষকদের বিবেক কী অবস্থায় এসে পৌঁছেছে যে তারা নিজেদের পদ রক্ষায় শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে, রাবার বুলেট ছুড়ছে।’
মানমবন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান মেহেদি বলেন, ‘অধিকারের বিষয়ে অবহেলা প্রশাসনের একটি অভ্যাসে এসে দাঁড়িয়েছে। প্রত্যেক শিক্ষার্থীই এর ভুক্তভোগী।
এতে বক্তারা আরো বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেন আচরণ কোনোভাবেই কাম্য না। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ভিসি তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। আমরা এই কর্মসূচি থেকে সাস্টের শিক্ষার্থীদের সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে সাস্টের প্রক্টরিয়াল বডি,ভিসির পদত্যাগ দাবি করছি।
প্রসঙ্গত, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের শিক্ষার্থীরা প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। এরপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের গোল চত্বরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে আন্দোলনরত ১০-১২ জন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলাকারীদের হাত থেকে তাদের বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হন আন্দোলনরত কয়েকজন ছাত্রী। এরপরের দিন আন্দোলনকারী শিক্ষার্থীরা আই আই সিটি ভবনে ভিসিকে অবরুদ্ধ করলে ভিসির নির্দেশে পুলিশ এসে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালায়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন