সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইয়ঙ্কার্সে জরুরি সেবায় সাড়া দিতে গিয়ে হামলার শিকার পুলিশ

মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ‘বন্দুক নিয়ে এক ব্যক্তি ঘোরাঘুরি করছেন’- নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়ঙ্কার্সে পুলিশের জারুরি সেবায় এমন তথ্যের ভিত্তিকে সাড়া দিতে গিয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন ব্যক্তিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হোন।

সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ইয়ঙ্কার্সের মেইন স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের হলওয়েতে এ ঘটনা ঘটে।
ইয়ঙ্কার্সের পুলিশ কমিশনার জন মুলার বলেছেন, একজন ২৪ বছর বয়সী যুবক বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছেন এমন খবর পেয়ে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি আক্রমণাত্বক আচরণ করে। এসময় অফিসাররা তাকে শান্ত করার চেষ্টা করলেও সে গুলি ছোড়ে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সে আহত হয়। এছাড়া দুই পুলিশ সদস্যও আহত হোন। 

জন মুলার বলেন, সন্দেহভাজন ব্যক্তির অবস্থা এখনও জানা যায়নি, তবে তিনি বেঁচে থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।
পুলিশ বলছে, তারা অন্য কাউকে খুঁজছে না।  প্রাথমিকভাবে সন্দেহভাজন কাউকে হুমকি দিয়েছিল কিনা তা স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনও একটি বন্দুক উদ্ধার করতে পারেনি। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন