সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রঙ্কসে ১১ মাসের শিশুকে গুলি করে জখম

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রঙ্কসে একটি ১১ মাসের মেয়ে শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় শিশুটিকে সেন্ট বার্নাবাসে ইনটিউবেশন করা হয় এবং পরে গুরুতর অবস্থায়  ওয়েইল-কর্নেল মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) ব্রঙ্কসের ভ্যালেন্টাইন অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সিটি পুলিশের প্রকাশিত এক ভিডিওতে এমন তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ভ্যালেন্টাইন অ্যাভিনিউতে শিশু একটি পার্ক করা গাড়িতে ছিলেন। তার বাবা কাছাকাছি একটি ডেলির ভিতরে ছিলেন। এ সময় একজন ব্যক্তি গ্র্যান্ড কনকোর্স থেকে ভ্যালেন্টাইন অ্যাভিনিউতে অন্যজনকে ধাওয়া করছিলো। হঠাৎ সে দুটি গুলি চালায়। যার একটি এই শিশুর মুখে এসে লাগে। এতে তার বাম গালে মারাত্মক জখম হয়। পরে তার মা জরুরি সেবায় কল করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের ডেপুটি চিফ টিমোথি ম্যাককরম্যাক বলেন, ”অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে  দেখতে পান যে মা তার শিশুটিকে গাড়ির বাইরে ধরে রেখেছেন এবং দ্রুত বাবা-মা এবং অ্যাম্বুলেন্সকে সেন্ট বার্নাবাসে নিয়ে যান।”
তিনি বলেন, “আমাদের শহরে ১১ মাস বয়সী একটি শিশুকে গুলি করা খুবই ভয়াবহ এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কয়েকদিন পরেই তার জন্মদিন। গতকাল রাতে একজন পুলিশ অফিসারকে রাস্তায় গুলি করা হয়েছে। এটা অগ্রহণযোগ্য এবং এটি কঠোর হস্তে থামানো দরকার। গত বছর ব্রঙ্কসে প্রায় ১৩’শটি বন্দুক উদ্ধার করা হয়েছে।”

বুধবার রাতে ব্রঙ্কসে এই ১১ মাস বয়সী শিশুর মুখে গুলি করার পরে আবেগঘন মন্তব্যে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, “এটি একটি নির্মম ও ভয়াবহ কান্ড। এই শহর নিরাপদ না হওয়া পর্যন্ত আমি এই রাস্তায় থাকব। আমি এই শহরকে সহিংসতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছি না। আমি পিছন থেকে নেতৃত্ব দিতে যাচ্ছি না, আমি সামনে থেকে নেতৃত্ব দিতে যাচ্ছি।”

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন