বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শাবিপ্রবিতে অনশনরত ৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনরত ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন। তারা রাগিব রাবেয়া এবং এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৮ টা পর্যন্ত আরো ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

অনশনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা পানিসহ কোনো ধরনের তরল খাদ্য গ্রহণ করছেন না। যার ফলে অনেকেই নিস্তেজ হয়ে যাচ্ছেন। তবে উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত কেউ অনশন ভাঙবেন না।

এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে বুধবার রাত পৌনে নয়টায় প্রায় দুই শতাধিকের বেশি শিক্ষকের একটি প্রতিনিধি দল কর্মসূচিস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাত পৌনে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার চেষ্টায় কোনো কথা বলারই সুযোগ পায়নি শিক্ষকরা। এমনকি রিকশাযোগে নিয়ে আসা শিক্ষকদের মাইকও কর্মসূচিস্থলে প্রবেশ করতে দেয়নি শিক্ষার্থীরা।

এই অনশনে ২৪জন শিক্ষার্থী অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন।পরে বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে বাড়িতে চলে যায় বলে জানা যায়।

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন