সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেনে অভিযান চালালে রাশিয়াকে চড়া দাম দিতে হবে

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (১৯ জানুয়ারি) রাশিয়াকে সতর্ক করেছেন। তবে তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘সীমিত আকারে অনুপ্রবেশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার ব্যাপারে পশ্চিমের প্রতিক্রিয়া যথেষ্ট কম হবে।’

বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন না যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চান, তবে তিনি বলেন, রুশ নেতা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, যা নিষ্ক্রিয় করা কঠিন হয়ে যাচ্ছে এবং এটি সহজেই এ অঞ্চলের নিয়ন্ত্রণ ‘হাতছাড়া’ করে দিতে পারে।

ক্ষমতা  গ্রহনের এক বছর উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৯ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘ধামার ধারণা তিনি তার অবস্থান থেকে সরে আসবেন।’

বাইডেন আরো বলেন, ‘পুতিন আমেরিকা এবং ন্যাটোকে পরীক্ষা করার জন্য ‘একটা সীমিত মাত্রার অভিযানের’ পরিকল্পনা করতে পারেন, এতে আমেরিকা ও পশ্চিমা মিত্রদের থেকে কম প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।’

বাইডেনের বক্তব্যের পরপরই রিপাবলিকান আইন প্রণেতারা বাইডেনের কড়া সমালোচনা করে বলেছেন, ‘বাইডেন রশিয়ান সেনা অভিযানের মৌন সমর্থন দিয়েছেন।’

সিনেটর টমকটন এক টুইটে বলেছেন, ‘জো বাইডেনের অক্ষমতা ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করবে এবং এখন তিনি পুতিনকে ইউক্রেন আক্রমনের জন্য সবুজ সংকেত দিয়েছেন।’

সিনেটর মার্কোরুবিও বাইডেনের মন্তব্যকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন। তিনি টুইটারে বলেন, ‘সুতরাং যদি (পুতিন) কেবল ইউক্রেনের কিছু অংশ দখল করে নেয় তবে আমাদের প্রতিক্রিয়া তার চেয়ে কম গুরুতর হবে?’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন