শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

আইসিসির বর্ষ সেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিন ক্রিকেটার

শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের ওয়ান ডে বর্ষ সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেট রক্ষক মুশফিকুর রহিম ও বাঁহাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমান

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আইসিসি ঘোষিত এ দলে সবচেয়ে বেশি ক্রিকেটার বাংলাদেশের অর্থাৎ রেকর্ড তিনজন সদস্য জায়গা পেয়েছেন সেরা একাদশে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের দুইজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তবে জায়গা মেলেনি কোন ভারতীয় ক্রিকেটারের। নেই ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কোন খেলোয়াড়ও।

বর্ষ সেরা ওয়ানডে দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর আগে আইসিসির বর্ষ সেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্বও তাকে দেয়া হয়েছিল। বাবর গত বছর মাত্র ছয়টি ওয়ানডে খেলে দুইটি সেঞ্চুরিসহ করেন ৪০৫ রান। পাশাপাশি দলের কাপ্তান হিসেবেও ছিলেন সফল। এ ছাড়া টি-২০ ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ও সবশেষ টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বাবর ২৯ ম্যাচে ৩৭ দশমিক ৫৬ গড়ে ৯৩৯ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরি রয়েছে।

ওয়ানডে দলের ওপেনারের জায়গাটা দখল করেছেন আয়ারল্যান্ডের মারকুটে ব্যাটার পল স্টার্লিং। গেল বছরে ওডিআইতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। মাত্র ১৪ ম্যাচ খেলে ৭৯ দশমিক ৬৬ গড়ে করেছিলেন ৭০৫ রান। আর তাই স্বাভাবিকভাবেই সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। পল স্টার্লিং ছাড়াও আইরিশ অফ ব্রেক বোলার  সিমি সিংও সুযোগ পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার দুইজন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। তাদের একজন বছরজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো জানেমান মালান। মাত্র আট ম্যাচে ৮৪ দশমিক ৮৩ গড়ে তার রান ৫০৯। যদিও ২০২১ সালেই ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। আর তাই নিশ্চিতভাবেই সুযোগ পেয়েছেন তিনি।

এ দিকে, প্রোটিয়া মির্ডল অর্ডার ব্যাটার রাসি ভ্যান ডার ডোসেনের জন্যও বছরটা ছিল দুর্দান্ত। আট ম্যাচে ৫৭ গড়ে করেছেন ৩৪২ রান। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ানে তার সেঞ্চুরি ক্রিকেট ভক্তদের মনে গেঁথে থাকবে অনেক দিন।

পাকিস্তানের বাবর আজম ছাড়াও সেরা একাদশে জায়গা পেয়েছেন ফখর জামানও। ছয় ম্যাচ খেলে ৬০ গড়ে করেছেন ৩৬৫ রান।

বছরটা স্মরণীয় ছিল নিষেধাজ্ঞা শেষে বাইশগজে ফেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্যও। নয় ম্যাচে ৩৯ দশমিক ৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। পাশাপাশি উইকেট শিকার করেছেন ১৭টি। এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ সেরা হয়েছিলেন। এছাড়া মুশফিকুর রহিম নয় ম্যাচ খেলে ৪০৭ রান করেছেন। যেখানে একটি সেঞ্চুরিও ছিল। পাশাপাশি তালিকায় আছেন মুস্তাফিজুর রহমানও। এর আগে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ।  

শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার জন্য বছরটা স্মরণীয় হয়েই থাকবে। ব্যাট ও বল দুই ফরম্যাটেই আলো ছড়িয়েছেন লঙ্কান এ অলরাউন্ডার। আরেক লঙ্কান বোলার সেরা একাদশে সুযোগ পেয়েছেন। তিনি হলেন দুশমান্থ চামেরা। ১৪ ম্যাচে ২৯ দশমিক ৩০ গড়ে উইকেট তুলে নিয়েছেন ২০টি।

আইসিসির ওয়ানডের বর্ষ সেরা একাদশ: বাবর আজম (অধিনায়ক), পল স্টার্লিং, ফখর জামান, জানেমান মালান, রাসি ভান ডার ডোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহিম, সিমি সিং, দুশমান্থ চামেরা।

সিএনএমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন