চলমান ডেস্ক: আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিটি মায়ামি থেকে বুধবার (১৯ জানুয়ারি) রাতে লন্ডন যাচ্ছিল একটি বিমান। সেই বিমানের এক মহিলা যাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি হননি। সে জন্য মাঝ আকাশ থেকে ফের মায়ামিতে ফিরে এসেছে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই বিমানের বাকি যাত্রীরা। পরবর্তী বিমান না পাওয়া পর্যন্ত মায়ামির হোটেলে থাকতে বাধ্য হয়েছেন যাত্রীরা। খবর বাংলাবাজার পত্রিকার
বার বার বলা সত্বেও মধ্য ৪০-এর ওই মহিলা মাস্ক পরতে চাইছিলেন না। তখনই বিমানের কর্মীরা লন্ডনগামী বিমান মায়ামিতে ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রায় দেড় ঘণ্টায় উড়ে যাওয়ার পর বিমানটি ফিরিয়ে আনা হয়েছে। মায়ামিতে নামতেই খবর দেয়া হয় পুলিশকে। তারা এসে ধরে করে নিয়ে যায় মাস্ক পরতে গররাজি ওই মহিলাকে।
ওই মহিলা আমেরিকান না ব্রিটিশ এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে তাকে গ্রেফতারও করা হয়নি। কিন্তু মায়ামি ফিরে আসায় সমস্যায় পড়েন বিমানের বাকি যাত্রীরা। তাদের অধিকাংশই বুঝতে পারেননি কেন ফিরে এল সেই বিমান। পরবর্তী বিমান ধরার জন্য মায়ামিতেই থাকতে হয়েছে অধিকাংশকে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাদের ফের লন্ডন উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানে মোট ১২৭ জন যাত্রী ছিলেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন