ঢাকা: ঢাকার উত্তরা চার নম্বর সেক্টরের কল্যাণ সমিতি মাঠে বিজিএমইএ কাপের ষষ্ঠ আসর বৃহস্পতিবার (২০ জানুয়ারি শুরু হয়েছে। বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান টূর্নামেন্টের উদ্বাধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মিজানুর রহমান, অংশগ্রহণকারী দললগুলোর খেলোয়াড় ও স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান বান্দো ডিজাইন লিমিটেড টুসুকা গ্রুপের সাথে ০-০ গোলে ড্র করে। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো হল- ফকির ফ্যাশনস লিমিটেড, টিম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, সেতারা গ্রুপ, সায়েম গ্রুপ, মোশারফ অ্যাপারেলস স্টুডিও লিমিটেড, স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড, লায়লা গ্রুপ, অ্যাপারেলস ভিলেজ লিমিটেড, কমফিট বাই ইউথ গ্রুপ, স্টার্লিং গ্রুপ, অ্যাপারেল ইন্ডাষ্ট্রি, টর্ক ফ্যাশনস, টুসুকা গ্রুপ ও বান্দো ডিজাইন লিমিটেড।
বাংলাদেশের ১৬টি স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠানের মধ্য ও উচ্চ ব্যবস্থাপকরা চারটি গ্রুপে ভাগ হয়ে টূর্নামেন্টে অংশগ্রহণ করছেন। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে উত্তরা চার নম্বর সেক্টরের কল্যাণ সমিতি মাঠে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন