সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

গুলির আঘাতে ভোর, ব্রুকলিনে দুই কিশোরীসহ আহত তিন

রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুই পুলিশ অফিসারের উপর বন্দুক হামলার রেশ কাটতে না কাটতে এবার ব্রুকলিনে আরো তিনজনকে গুলি করে গুরুতর আহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে পূর্ব নিউইয়র্কের ডুমন্ট এভিনিউ এবং ড্রু স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত তিনজন একটি গাড়িতে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি তাদের উপর বন্দুক চালায়। এতে দুই কিশোরীসহ গাড়ির চালক আহত হয়। গুলিতে ড্রাইভারের পাশের জানালা, দরজা এবং গাড়ির পিছনের প্রান্তটি ভেঙে গেছে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে ব্রুকডেল হাসপাতালে নিয়ে যায়। 

এতে আহতরা হলেন- ৩৫ বছর বয়সী গাড়ির চালক, ১৬ এবং ১৭ বছর বয়সী দুই কিশোরী। তাদের মধ্যে গাড়ির চালকের গায়ে বেশ কয়েকটি বুলেট লেগেছে এবং ১৬ বছর বয়সী কিশোরীর মাথার পিছনে আঘাত লেগেছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ১৭ বছর বয়সী অপর কিশোরীর মুখে আঘাত লেগেছে; সে শঙ্কামুক্ত। 

পুলিশ জানিয়েছে, আহত তিনজন একটি গাড়ির ভেতরে ছিলো। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপরজন শঙ্কামুক্ত। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।  অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে, গত শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় হারলেমে মা ও ছেলের বিরোধ মিটাতে গিয়ে ছেলের (৪৪) বন্দুকের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হোন। গুরুতর আহত হোন অপর একজন।

শনিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র এরিক এডামস বলেন, “শহরে বন্দুক সহিংসতা মোকাবেলায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হবে। কী কী কারণে শহরে বন্দুক সহিংসতা বাড়ছে আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি এবং সমস্যাগুলো সমাধানের জন্য পৃথক পৃথক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।”

আইআই/ সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন