চলমান ডেস্ক: ইউক্রেনের সাথে সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে আমেরিকান নাগরিকদের রাশিয়া সফর না করার ব্যাপারে সতর্ক করে দিয়ে রোববার (২৩ জানুয়ারি) একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। খবর এএফপির।
পররাষ্ট্র বিভাগের দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের সাথে সীমান্ত বরাবর চলমান উত্তেজনার কারণে রাশিয়া সফর না করার কথা বলা হয়।
ও বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশটিতে আমেরিকান নাগরিকরা ‘হয়রানির’ মুখে পড়তে পারেন। এ কারণে ‘মার্কিন নাগরিকদের সহযোগিতা দেয়ার কার্যক্রম সীমিত’ রাখবে দূতাবাস।’
রাশিয়া-ইউক্রেন সীমান্ত অঞ্চল সফর করা থেকে মার্কিন নাগরিকদের বুঝিয়ে বিরত রাখার চেষ্টা করার তাদের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে বলা হয়, ‘ওই এলাকায় রাশিয়া তাদের সৈন্য সমবেত করায় এবং সামরিক মহড়া চালানোর কারণে সীমান্ত বরাবর অনিশ্চিত পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন