হাটহাজারী, চট্টগ্রাম: ইডেন ইংলিশ স্কুল দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রফেশনাল, নন-প্রফেশনাল ও প্রবীণ তিন ক্যাটাগরিতে ফাইনাল খেলায় মোট ছয়টি দল অংশ নেয়। এর মধ্যে প্রবীণে চ্যাম্পিয়ন হয়েছে রাশেদ ও নওশাদ জুটি। তারা লর্ডস ইন দলের সোহেল ও মুক্তার জুটিকে হারিয়েছে। প্রফেশনালে চ্যাম্পিয়ন হয়েছে ইমাদ করপোরেশনের সালমান ও খালেদ জুটি। তারা নাহার গ্রুপের গালিব ও আকিব জুটিকে হারিয়েছে। অন্য দিকে, নন-প্রফেশনালে ঊষা ক্রীড়া চক্রের শামীম জুটি চ্যাম্পিয়ন হয়। তারা তানভীর জুটিকে হারিয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) রাতে হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের সুখবিলাসে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ও ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনুর তাসনিম।
গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় বারের মত এ ব্যাডমিন্টন আসরে নন-প্রফেশনালে ৩২টি, প্রফেশনালে আটটি ও প্রবীণ ক্যাটাগরিতে ১৬টিসহ মোট ৫৬টি দল অংশ নেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন