সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

স্ন্যাপচ্যাটে প্রেমের ফাঁদ, মুক্তিপণ দাবি করে কিশোরের ভাইকে হত্যা

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: স্ন্যাপচ্যাটে সস্পর্ক গড়ে মুক্তিপন দাবি করে এক কিশোরের ভাই সাবেক কারকশন অফিসার ইলিয়াস ওটেরোকে (২৪) হত্যার অভিযোগে এনা বেলা ডিউকস (১৮) নামে এক নিউ মেক্সিকান কিশোরীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ জানুয়ারি) আলবুকার্ক পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়,  এনা বেলা ডিউকস নামে এক কিশোরীকে সোমবার আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, সশস্ত্র ডাকাতি, প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরো জানায়, অভিযুক্তের সাথে নিহতের ভাই নিকোলাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। তারা নিয়মিত একে অপরের সাথে যোগাযোগ করতো। ২০২১ সালে ফেব্রুয়ারিতে এনা আলভারাডো পার্কে নিকোলাসের সাথে দেখা করতে চায়। পার্কে গেলে এনার প্রেমিকসহ তিনজন অস্ত্রধারীর কবলে পড়ে ছিনতাইয়ের শিকার হোন নিকোলাস। 

তারা নিকোলাসের টাকা ও গয়না ছিনতাই করে তার ভাইয়ের বাড়িতে নিয়ে আসে। যেখানে তারা নিকোলাসের ভাই ইলিয়াসকে বাইরে থেকে নগদ অর্থ নিয়ে আসার দাবি জানায়। 

ইলিয়াস বাইরে এসে জিম্মিকারীদের গুলি করার হুমকি দিলে সংঘর্ষটি মারাত্মক রূপ নেয়।তখন এনার প্রেমিক আদ্রিয়ান আভিলা (১৭) গুলি চালিয়ে ইলিয়াসকে হত্যা করে।

এ ঘটনায় নিহত ইলিয়াস ওটেরোর শোকার্ত মা অ্যালিসিয়া ওটেরো বলেন, তিনি বিশ্বাস করেন তার ছেলের জন্য ন্যায়বিচার করা হবে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন